প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাঈদ সভাপতি সম্পাদক সোহেল রানা

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন সোহেল। শনিবার দিনভর তানোর প্রেসক্লাবে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুইজন। সভাপতি পদে সাঈদ সাজু (কলম)প্রতিক ও লুৎফর রহমান (চেয়ার) প্রতিক এবং সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান (মোবাইল) প্রতিক ও দেলোয়ার হোসেন সোহেল (ক্যামেরা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। জানা গেছে, তানোর প্রেসক্লাবের মোট ভোটার১২জন। ভোট গ্রহণ ও ভোট গননা শেষে ভোট কাস্ট হয়েছে ১১টি।সভাপতি পদে লুৎফর রহমান চেয়ার প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫টি ও সাঈদ সাজু কলম প্রতিকে ভোট পেয়েছেন ৬টি। সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান মোবাইল প্রতিকে ভোট পেয়েছেন ৩টি ও দেলোয়ার হোসেন সোহেল ক্যামেরা প্রতিকে ভোট পেয়েছেন ৮টি। ফলে সভাপতি পদে লুৎফর রহমানের চেয়ে ১ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতানের চেয়ে ৫ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেলোয়ার হোসেন সোহেল।তানোর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহানুল হক পারভেজসহ জনতার সময় পত্রিকার সকল স্টাফ এবং তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সকল সদস্যবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন