মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে রেনেসাঁ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) গাইবান্ধা সরকারি কলেজের মিলনাতনে রেনেসাঁ এসএসসি ও দাখিল প্রস্তুতি কোচিং-এর আয়োজনে এ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াড শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রেটিনা রংপুর শাখার সহকারি পরিচালক শাওন মিয়া। রেনেসাঁ কোচিং-এর চেয়ারম্যান ওমর সানী আকন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বহুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ সার্জন ডাক্তার এসএম নূর-ই-শাহীদ সিঞ্চন, গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) জিয়াউর রহমান জিয়া, রেনেসাঁ কোচিং-এর ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস সরকার রুম্মান ও পরিচালক রাসেল মিয়া প্রমুখ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, মেধা ও নৈতিকার সমন্বয়ে সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। শেষে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য; ২০০২ সাল হতে গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অতিষ্ঠিত হয়ে রেনেসাঁ এসএসি ও দাখিল প্রস্তুতি কোচিং। এটি রেটিনা রংপুর শাখার তত্ত্বাবধানে পরিচালতি হয়ে আসছে।