প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন নেত্রী হোসনে আরা পারভীন লাভলী

তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নে গন সংযোগ, উপস্থিত ছিলেনঃ ২নং বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মোঃ মইনুল হক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মী ও জনসাধারণ, তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নের বারুহাস বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন, ৬৪- সিরাজগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, প্রিয় নেত্রী হোসনে আরা পারভীন লাভলী আপা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন