প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

হরিপুরে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “আলোকিত সমাজ ও উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষে “এই স্লোগানকে সামনে রেখে পাহাড়গাঁও সমাজকল্যাণ পাঠাগার এর উদ্যোগে দিনব্যাপি এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ আক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত ক্যাম্পিংয়ে সভাপতিত্ব করেন, জনাব আহসান হাবীব চৌধুরী ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। উক্ত ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু সালেহ চৌধুরী , সহ-সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি, হাফিজ উদ্দিন সাবেক মেম্বার ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রেজুয়ানুল হক বিশ্বাস (মন্টু) সভাপতি ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি,মোতাহার হোসেন শিক্ষক ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোঃ কামরুজ্জামান পরিচালক পাঠশালা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও সূরা সদস্য ও বাইতুল মাল সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামী হরিপুর উপজেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন মাহাবুব আলম, ইউসুফ আলী, মামুন আলম, মোঃ খুবাইব , নূর মোহাব্বত টুটুল, রায়হানুল কবির বিপ্লব প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন