প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার: ভারতের মেঘালয় রাজ্য  থেকে নেমে আসা পাহাড়ি ঢল  ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।  এ অবস্থায় সোমবার (২৬ আগস্ট)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও  সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এসময় অন্যান্যদের মাঝে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা,  উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও  সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এসময় বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে  আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন