প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেশের সেরা তালিকায় ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম

নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সেবা প্রদানে দেশ সেরা দশের তালিকায় আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউপি।
গত শুক্রবার স্থানীয় সরকার বিভাগের রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে এ ইউনিয়ন কে দেশ সেরা দশের তালিকায় স্বীকৃতি দেয়া হয়।শুক্রবার ০৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারকা হোটেল কক্ষে আয়োজিত জাতীয় জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধন (২০২৩) দিবস উদযাপন উপলক্ষে স্বনির্ভর ধামসোনা ইউপির সফল চেয়ারম্যান ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামকে,জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল এর পক্ষে থেকে এ স্বীকৃতি স্বরুপ বিশেষ ক্রেস্ট প্রদানে ভূষিত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।মুহাম্মদ সাইফুল ইসলাম এ পুরুস্কারে ভূষিত হওয়ায় গণমাধ্যমকে বলেন,আমার ইউনিয়নে সরকারের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়েছি,বিশেষ করে জন্ম মৃত্যু সনদ আমরা বাড়ি বাড়ি গিয়েও দিয়ে এসেছি,বঙ্গ বন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর আমি সেটার প্রতিফলন ঘটিয়েছি,এদেশকে ডিজিটাল থেকে স্মার্ট দেশের রুপ দিতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরনে একধাপ এগিয়েছি,সুতারং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ১৯ আসনে সরকার দলীয় তথা নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী,আমি জানি এবং বুঝতে পেরেছি যে জনগনের সেবা কিভাবে করতে হবে,এলাকার উন্নয়ন কিভাবে করতে হবে,সাভার আশুলিয়ার জনগন আমার দিকে ধাপিত হয়েছেন,সাভার আশুলিয়ার ৩৫ টি শ্রমীক সংগঠনের নেতাকর্মীরা আমাকেই সাপোর্ট করে নৌকা প্রতিকের নির্বাচন করার ঘোষণা দিয়েছেন,দুইশত বীর মুক্তিযোদ্ধা আমাকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে অনুপ্রেরনা জুগিয়ে,আমার সাথে বিভিন্ন উঠান বৈঠকে নৌকা প্রতিকের ভোট চেয়ে চলেছেন,সাভার আশুলিয়ার তথা ঢাকা ১৯ আসনের যতগুলি ইউপি আছে বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আমাকে সাপোর্ট করে আমার সাথে নৌকার প্রতিকের ভোট চেয়ে চলেছেন,দলীয় (৯০%)নেতাকর্মীরা আমাকেই সাপোর্ট করে আমার সাথে বিভিন্ন ভাবে সরকারের উন্নয়ন কর্ম জনগনকে অবিহিত করে চলেছেন,আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃনমূলের প্রত্যেকটা নেতাকর্মী ও সাধারন জনগনের প্রানের দাবী,আমাকে নমিনেশন দেয়া হোক।ঢাকা ১৯ আসনটি দুইটি থানা নিয়ে গঠিত,সাভার ও আশুলিয়া,তবে সাভারের ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার, এবং আশুলিয়ার ভোটার সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার,আমি আশুলিয়ার বাসিন্দা আমার ধামসোনা ইউপিতে ১ লক্ষ ৯৫ হাজার ভোটার,সুতরাং উর্দ্ধতন নেতাকর্মীদের নিকটে দাবী করবো কঠোর পর্যবেক্ষণ পূর্বক নমিনেশন প্রদান করুন।
তার পরেও বলবো উর্দ্ধতন নেতাকর্মীদের পর্যবেক্ষণে নৌকা যার আমরা তার,শুধু একটি কথা বলবো দেশের উন্নয়নে দরকার শেখ হাসিনা সরকার,নৌকার বিকল্প কিছুই নাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন