প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যু

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: নীলফামারীর কিশোরগঞ্জে বৈশাখী হোটেলের সামনে মাহিন্দ্রা গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান (৪০)নামে এক জনের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশ ঘটিকার সময় নীলফামারীর কিশোরগঞ্জের মেন সড়কের বৈশাখী হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম কামরুজ্জামান (৪০)।তিনি রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলা আলমবিদীতর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ও তার পরিবারের লোকজন সুত্রে জানা যায়, তিনি একটি মোটরসাইকেল যোগে টি এম এসএস ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত দায়িত্বে আছেন। বীরগঞ্জ তার কর্মস্থল থেকে বাড়িতে আসার জন্য নীলফামারীর কিশোরগঞ্জের মেন সড়ক দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ বৈশাখী হোটেলের সামনে একটি আলু ভর্তি মাহিন্দ্রা গাড়ির চাপায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামানের শালকের সাথে কথা হলে তিনি জানান আগামীকাল শুক্রবার ছুটির দিন। সেই ছুটি পেয়ে আমার বোন জামাই তার নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। পথে উল্লিখিত স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বোন জামাই কামরুজ্জামান( ৪০)মারা যায়। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন