প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে ইউনিয়ন চেয়ারম্যান সহ আটক ৬

 তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও  চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ ও র‍্যাব ১২ অভিযানিক দল। আটককৃতরা চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ( ৪৬) ঐ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মোঃ সাদ্দাম হোসেন (৪০) ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪৬) ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,(৪৩) তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ বাবু হোসেন (৪২) কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব ১২। উল্লেখ্য : ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনের সময় হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা  মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার( বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন