প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় বিষাক্ত সাপের কামড়ে ১ জনের মৃত্যু

 এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মাছ ধরা খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপেড় কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। জাহেদ আলী খাঁ (৬৫) উপজেলার শামুকজানি গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শামুকজানি গ্রামের কাগেশ্বর নদীতে। মৃত জাহেদের ভাগিনা ইলিয়াস খাঁন জানায় বুধবার সন্ধারাতে বাড়ির পাশে খড়ায় জাল উঠাতে গিয়ে জালের সাথে পেঁচানো সাপে ছোবল দেয় জাহেদ আলীকে। পরে বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে তাকে পার্শ্ববতী বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পাচুড়ে গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায় তার স্বজনেরা। সেখানে কবিরাজ বিষ নামিয়ে দিলে বাড়িতে আসেন। রাত ৩টার দিকে হঠাৎ জাহেদ আলী খারাপ লাগার কথা পরিবারকে জানালে তারা অন্য আর এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে পরে তাকে প্রথমে বেড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষে পাবনা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন