প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

তানোরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহী তানোর উপজেলায় পিএফজি এর আয়োজনে সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর থানারমোড়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।বুধবার ২অক্টোবর সকাল ১১ টার দিকে এই দিবসটি পালিত হয়।তানোর উপজেলা জাপা সভাপতি শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের রাজশাহী কো-অডিনেটর মাহামুদুর আলম মাসুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম,কামার গাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক জাহিদুল ইসলাম,শিমুল রেজা,তানোর উপজেলা জাপা সভাপতি শামসুদ্দিন মন্ডল,রেসমা সহ এলাকার সুধিজন, শিক্ষার্থী।পরে সহিংসতাকে না বলুন এই মর্মে লিপলেট বিতরণ করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন