প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর মেডিকেল রোগী ও লাশ জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার বন্ধের উপায় কি

মাটি মামুন,রংপুর : বৈষম্য বিরোধী ছাত্র  আন্দলোনে যখন সারা দেশ নতুন করে স্বাধীন হয়েছে সেখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখন জিম্মি রয়েছে। গতকাল বুধবার ২ অক্টোবর দিবাগত রাত ৯.৪৫ মিনিটের সময় লালমনিরহাট সদর থেকে আসা রেনু বালা (৪৫) নামে এক রোগী মেডিসিন ২ নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থায় মারা গেলে সেই লাশ কে ট্রলি করে এ্যাম্বুলেন্সে তুলে দিয়ে জোর পূর্বক ৮০০ টাকা নিয়েছেন মহাদেব নামক এক সরকারি কর্মচারী। এই মহাদেবের নামে এর আগেও অনেক বার রোগী ও লাশ জিম্মি করে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার পরেও কোনো এক অদৃশ্য শক্তির কারনে তার শাস্তি না হয়ে বরং সে হরহামেশাই তার কাজ চালিয়ে যাচ্ছে।  বিশেষ সূত্র জানা যায়  মহাদেব রংপুর জেলার পীরগাছা উপজেলার রামচন্দ্র পাড়া এলাকার ভরত,ও বাসন্তীর পুত্র।  ২০১২ সালে ঢাকার বার্ডেম হাসপাতালে সুইপার পদে নিয়োগ হয় তার। সেখানে কর্মরত অবস্থায় স্টাফ এর গায়ে হাত তোলার কারনে তাকে শাস্তি শোরুপ বদলি করেন ২০১৯ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  তখন থেকে সে বিভিন্ন সময় গাঁজা সেবন সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এই মহাদেব।  প্রশ্ন তার শক্তির জোর কোথায় সে জাতি সুইপার হয়েও কি ভাবে ওয়ার্ড বয় এর কাজ এর পাশাপাশি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত। এবিষয়ে সদ্য যোগদান পরিচালক ডা: মোঃ জাফরুল হোসেন এর সাথে কথা হোলে তিনি বলেন লাশের স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলেন আমরা ব্যবস্থা নিবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন