প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ডাক্তার, কর্মচারিদের কর্মবিরতি ও মানববন্ধন

মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ও কর্মচারিদের কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তারা কর্মবিরতিতে শুরু করেছেন। কর্তব্যরত অবস্থায় ভিতরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।এতে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগিদের ভোগান্তির শিকার হচ্ছে। বুধবার বেলা ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ৪-৫ জনের একটি দল হামলা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও।এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন