প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

 মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ১১টায় রামগড় তৈচালাপাড়া বিজিবির বাস্কেটবল মাঠে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা-অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আসন্ন দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। সাম্প্রদায়িক সংঘর্ষ এবং উপজাতি ও বাঙালিদের মধ্যে চলমান অস্থিরতা। ধর্মীয় অনুষ্ঠানে উদযাপনে বিজিবি সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করবে। অপহরণ ও চাঁদাবাজী বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ। যে কোন ধরণের ঘটনা, দূর্ঘটনা, চাঁদাবাজী, অপহরণ, সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ। কোন ব্যক্তি বা সংগঠনের দ্বারা দায়িত্বপূর্ণ এলাকায় যাতে আইন শৃংখলা বিঘ্নিত না হয় এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে যা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। পাহাড় নিধন করে কাঠ ও বাঁশ কাটা এবং বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা। ইভটিজিং বন্ধে সকলের সার্বিক সহযোগিতা কামনা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি। উল্লেখ্য, সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময়, সভায় রামগড় ৪৩ বিজিবির উপ- অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ ও সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাফেজ আহম্মেদ ভুঁইয়া সহ এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, পরিবহন মালিক সমিতি, পূজা মন্ডপের সভাপতি, হেডম্যান ও কারবারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন