প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কুষ্টিয়া অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া ৩ অক্টোবর ২০২৪, ১৪:১০ অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিজ্ঞাপন আজ (বৃহস্পতিবার) পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যানজট লেগে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সড়কের যাত্রীরা। বিজ্ঞাপন শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক কামরুজ্জামান সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে আমাদের কাছে। আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো সমাধান করেনি। আরও পড়ুন লালমনিরহাটে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ বাহারের প্রভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন ৩ ডজন অনুসারী ছয় মাসে কুরআনের হাফেজ হলো ১০ বছরের এমদাদ বিজ্ঞাপন অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে। এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, বিষয়টি আমি জানি না। আজ আমি ছুটিতে আছি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন