প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বাংলাদেশের সদস্য সংস্থা বাইসস উদ্যোগে শীর্ষক আলোচনা অনুষ্টিত

মোঃ মাহাবুব আলম : যে দুই অক্টোবর ২০২৪ ইং রোজ বুধবার সকাল ১২.৩০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মন ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর উদ্যোগে স্থানীয় উন্নয়ন যে মানুষও সুশাসন প্রতিষ্ঠা ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলেচনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) দেশত্যাদি ইউনিয়ন পরিষদের জাতীয় সংগঠন। দেশের মোট ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদের ৫৪১৪৮জন নিরচিত সদস্য নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২ অক্টোবর ২০২৪ রোব বুধবার সকাল ১২৩০ টায় বাংলাদেশ ইউনিয়ন যদস্য সংস্থা (বাইসন) এ উদ্যোগে স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকাও করণীয় শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের সকল উপজেলা হতে সদস্য প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন (সোরযান বাইসস) ও সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান বক্তা জনাব এম সাইফুল ইসলাম মোজাম্মেল মহাসচিব বাইসস সভাপতিত্ব করেন জনাব হাসান রাকিব আজাদ সিনিয়র ভাইস চেয়ারম্যান বাইসস উপস্থিত ছিলেন জালাল উদ্দিন জালাল সাংবাদিক ও লেখক

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন