প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জে চালককে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই এর ঘটনায়৩ ছিনতাইকারী গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারপিট করে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান জানান,গত ২৯/৯/২০২৪ইং তারিখ রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে ইজি বাইক চালক ইয়াসিন আলীর ইজি বাইকটি নিয়ে সাপমারা ইউনিয়নের কাটামোড় দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশি ছিনতাইকারীরা ইয়াসিন আলীর ইজিবাইকটি রাজা বিরাট যাওয়ার জন্য ১০০ টাকায় ভাড়া করে নেয়। পথে মধ্যে পন্ডিতপুর নামক স্থানে জুয়েল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ছিনতাইকারী রাজাহার ইউনিয়নের বেউর গ্রামের শ্রীনাথ রবিদাসের ছেলে শ্রী রিপন চন্দ্র দাস (২১),চাপড়া পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী (২২),পারইল গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মানিক মন্ডল (১৯) এবং পলাতক আসামি শাহিন অটোচালক ইয়াসিনের মুখ গামছা দিয়ে বেঁধে রশিদিয়া হাত,পা বেঁধে মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরবর্তীতে পথচারী এবং আশপাশের লোকজন বুঝতে পেরে ছিনতাইকারীদের আটক করে। বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ টিম এসে ইজিবাইক এবং ভিকটিমকে উদ্ধার করে। ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে । গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামান শামীম জানান, ইজিবাইক ছিনতাই এর ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে ছিনতাইকারীদের গ্রেফতার করে,ছিনতাই কৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে বলে জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন