প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদী  সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধেউপজেলা প্রশাসনের অভিযান, ড্রেজার  মেশিন  ধ্বংস

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী সীমান্তের  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাঙ্গাজান এলাকায়  ভারত থেকে বয়ে আসা সোমেশ্বরী নদীতে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোট পরিচালনা করেছেন  উপজেলা প্রশাসন ।  ২ ই অক্টোবর বুধবার ভোর সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)  পায়রা চৌধুরীর নেতৃত্বে  সীমান্ত জনপদের রাঙ্গাজান গ্রামে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।  এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত  ২ টি ড্রেজার মেশিন জনসম্মুখে ধ্বংস করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ  জানান,  পাহাড়ী নদী থেকে কাউকেই অবৈধভাবে  বালু উত্তোলন করতে দেওয়া হবে না।  উপজেলা প্রশাসনের  এ অভিযান অব্যাহত থাকবে। এসময় শ্রীবরদী  থানার  এসআই জালাল উদ্দিন ও এসআই রাসেল,  উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য গত ৫ ই অক্টোবরের পর থেকেই রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া ও রাঙ্গাজান  পাহাড়ী গ্রামের সোমেশ্বরী নদী থেকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র যত্রতত্রভাবে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল।  অপরিকল্পিতভাবে বালু  উত্তোলন করার কারণে  নদীর দুপাড়ে বসবাসকারীরা ও ফসলী জমির মালিকরা  নদী ভাঙন আতঙ্কে ছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন