প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গংগাচড়ায় এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন

ভ্রাম্যমান প্রতিনিধি রংপুর: রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ হল রুমে সাজু আহমেদ লাল এর সভাপতিত্বে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার উপস্থিতিতে এতিম শিশু দের সুরক্ষায় সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রকল্প পরিদর্শন করে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে।ইসলামি রিলিফ বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্রতা ও কষ্ট লাঘবে সহযোগিতা করে। একটি নিবন্ধিত মানবিক সংস্থা হিসেবে ইসলামি রিলিফ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কাজ করে। ১৯৯১ সালে ঘূণিঝড় পরবর্তী জরুরি ত্রাণ এবং পূনর্বাসন সহযোগিতার মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ইসলামি রিলিফের কার্যক্রম মানবিক সহযোগিতার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমেও প্রসারিত হয়।ইসলামিক রিলিফ বিশ্বব্যাপী এমন একটি আদর্শ সমাজ দেখতে চায়, যেখানে সকল জনগোষ্ঠী হবে ক্ষমতাবান এবং তাদের প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ হবে ও তারা একে অপরের কষ্ট লাঘব করার জন্য পারস্পরিক সহযোগিতা করে।ইসলামি রিলিফ সমন্বিত সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সাথে ওতপ্রোতভাবে কাজ করে।সমস্যা চিহ্ণিত করার পাশাপাশি সমাধানেও ভুমিকা রাখে। ইসলামি রিলিফ এর কার্যক্রমগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন, শিশু অধিকার ও সুরক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক উন্নয়ন, মানবিক সাড়া প্রদান, দূর্যোগ ঝুঁকি নিরসন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, জনগোষ্ঠীর বৈচিত্র্যতা এবং অন্তর্ভ’ক্তিকরণ।এতিম শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের এতিম শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত। এদের সামাজি সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি যেসব কার্ক্রম রয়েছে, সেগুলোকে আরো ত্বরান্তিত করতে হবে। গত ২ অক্টোবর রংপুরেরর গঙ্গাচড়া উপজেলার হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব বলেন। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজু আহমেদ লাল এর সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার এডভোকেসি ও কমিউনিকেশন্স কোঅর্ডিনেটর সফিউল আযম এবং আলো প্লাস প্রকল্পের ব্যবস্থাপক আরশাদুল ইসলাম। আলোচনার আগে সাংবাদিকরা প্রকল্পের কিছু কার‌্যক্রম এবং পরিবার পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলার নবনীদাস গ্রামের নমিতা রানীর সাথে কথা হলে তিনি জানান, দুইটি কিডনিই বিকল হওয়ায় ১৭ বছর আগে স্বামী মারা যান। তারপর থেকে সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন। মানুষের বাসায় কাজ করে সংসার চালালেও সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইসলামিক রিলিফ পাশে দাঁড়ায় । তিনি আরও বলেন, ইসলামিক রিলিফ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি এককালীন ২০ হাজার টাকা প্রদান করে আমাকে উদ্যোক্তা হতে সহযোগিতা করে। আমার সন্তানের পড়াশোনা বাবদ প্রতিমাসে ৮ শত ৫০ টাকা প্রদান করছে। বর্তমানে আমার ৩টি ছাগল, বেশকিছু হাঁস মুরগি এবং ২৫ শতাংশ জমি বন্ধক নিই। এখন আমরা অনেকটাই স্বাবলম্বী। নাহিদ তামান্না বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক বেশকিছু কার‌্যক্রম সরকার বাস্তবায়ন করছে। সকলের সম্মিলিত উদ্যোগে এতিম শিশুদের জীবনমান উন্নয়ন সম্ভব। ইসলামিক রিলিফের এক প্রকল্প আরো বাড়ানো গেলে এলাকার এতিম পরিবারসমূহ উপকৃত হবে। প্রকল্প ব্যবস্থাপক এরশাদুল ইসলাম বলেন, ইসলামিক রিলিফ ২০২১ সালের জানুয়ারিতে গঙ্গাচড়া উপজেলায় অল্টারনেটিভ অরফ্যান ফ্যামিলি স্পন্সরশীপ প্রোগ্রাম থ্রু সাসটেইনেবল লাইভলীহুডস নামক প্রকল্পটি চালু করে। যার মূল কার্ক্রম হলো সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা এবং দুর্বলতা হ্রাসের মাধ্যমে এতিম পরিবারের জন্য উন্নত টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা, শিক্ষা ও উন্নয়নের সুযোগে অধিকতর প্রবেশাধিকারের মাধ্যমে এতিম শিশুদের অধিকার সংরক্ষিত এবং এতিম পরিবারের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদানের জন্য সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন