প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দিনাজপুরের কাহারোলে মাদক সেবনকারী আটক

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর:

২ অক্টোবর বুধবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ি বাজার এলাকায় মাদক সেবনকারী হেলাল উদ্দিন নামের একজন আটক করেন। আটক শেষে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ এর ক ধারা মতে তাকে ৩ মাসের জেল ও ১০০ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন দৈনিক কলমযোদ্বা প্রতিনিধিকে জানান তাকে মাদক সেবনকারী হিসেবে এই শাস্তি প্রদান করা হয়েছে। তার নিকট এক পাতা টাপেন্ডোল ট্যাবলেটের পাতা পাওয়া গেছে যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দন্ডনীয় অপরাধ। সে মুলত এতজন নিয়মিত মাদক সেবনকারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন