প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খাগড়ছড়ির রামগড়ে বজ্রপাতে ড্রাইভারের মৃত্য

 মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির রামগড়ে মোঃ আফসার (৪০) নামে এক ফিকাপ ড্রাইভারের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ড ফেনিরকুল এলাকায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোঃ আফসার ফেনীরকুল এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাঁটতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে পড়ে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন