প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরা সদর ইউএনও কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ভাঙ্গন এলাকা পরিদর্শন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের আবাসন ও আশ্রয়ন প্রকল্পের ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউ এন ও শোয়াইব আহমাদ। মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকালে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সম্প্রতি প্রবল বর্ষন এবং মরিচ্চাপ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াই গাভা চর আবাসন প্রকল্পের ভেড়িবাধ ভেঙ্গে আবাসন প্রকল্পের সরকারি ঘর গুলোতে পানি উঠে এবং পরিবেশ দুষন হয়, ফলে বসতকৃত লোকজন সুপেয় পানির সংকটে পড়ে, এ ছাড়া নির্ধারিত কোন কবর স্হান না থাকায় সমস্যায় পড়ছে আবাসন প্রকল্পে আশ্রিতরা, এছাড়া ব্যাংদহা জোড়দিয়া আশ্রয়ন প্রকল্পের অধিনে মরিচ্চাপ নদীর উপরে ব্রিজটি ভেঙ্গে পড়াই জনদুর্ভোগ বেড়ে চলেছে, আশ্রয়ন প্রকল্পের কাউচা রাস্তা ইটের সোলিং করন, ২০ টি ব্যারাকে আশ্রিত ১০০ টি পরিবারের শিশুদের লেখাপড়ার জন্য স্কুল নির্মান, মুসল্লিদের জন্য মসজিদ নির্মান সহ মরিচ্চাপ নদীতে বিলিন হওয়া রাস্তা সংস্কার ও ভবন ভাঙ্গন হইতে রক্ষা এবং নদী ভাঙ্গন বন্ধ করা সহ শুন্য ঘরে গরিব অসহায়দের বসবাসের ব্যাবস্হা করার জন্য, সুপেয় পানির ব্যাবস্হা, সরকারি ভাবে কবরস্হান, আশ্রিতদের গোসলের সুবিদার্থে পুকুরে ঘাটাল নির্মান সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গাভা আবাসন ও ব্যাংদহা জোড়দিয়ার আশ্রয়ন প্রকল্প ২ সরজমিনে পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুজ্জামান বাবু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক মো: আবু ছালেক, ভুমিহিন নেতা জুলফিকার আলী, আ: আলিম শেখ ইমাদ আলী প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন