প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল এর শুভ জন্মদিন পালিত

মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মোত্তালেব সরকার বকুল এর শুভ জম্নদিন পালিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার রাতে স্থানীয় তিন মাথা মোড় অস্থায়ী কার্যালয়ে জম্নদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। এসময় পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,বিএনপি নেতা আবুল বাসার লিটন,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক একটি কেক কর্তন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন