প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (১ অক্টোবর) মধ্য রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া-সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাহিনুর ইসলাম নামে একজনকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বর্তমানে ঘটনাস্থলে বিজিবি’র পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বুড়া-সারডুবি গ্রামের একটি শ্মশানের ৭১ শতক জমি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মৃত নাসির উদ্দিন পুত্রদের দ্বন্দ্ব চলে আসছিলো। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এদিন ওই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় নাসির উদ্দিন পুত্র সাইদুল ইসলাম ও সাফিসহ তার লোকজন। ওই হামলার ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলায় হয়। সেই মামলায় সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনারুল ইসলাম নামে নাসির উদ্দিনের এক পুত্রকে পুলিশ গ্রেফতার করে৷ এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে নাসির উদিনের পুত্রদের লোকজন আবারো হিন্দুদের উপর হামলা চালায়। এ সময় সাহিদুল ইসলাম নামে একজন আটক করে তাকে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় হিন্দুরা। পরে বিজিবি সাহিদুল ইসলামকে পুলিশের কাছে সোর্পদ করেন৷ স্থানীয় সবুজ চন্দ্র বলেন, আসছে দুর্গা পূজাকে কেন্দ্র করে আমাদের মন্দিরে দেবদেবীর প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ঘটনার দিন রাতে আমরা কয়েকজন প্রতিমা পাহারা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে নাসির উদ্দিনের পুত্র এনামুল হক ও আনারুল ইসলামসহ তাদের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। তবে নাসির উদ্দিনের পুত্র এনামুল হক ও আনারুল ইসলাম হিন্দুদের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের অভিযোগ অস্বীকার করেন। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, শ্মশানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। হিন্দুদের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন