প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজার সদর হাসপাতালে নার্সদের প্রথম দিনে তিন ঘন্টা কর্মবিরতি পালন

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াফারিগন মঙ্গলবার থেকে সাড়া দেশে ২ দিন ব্যাপী কর্ম বিরতি পালনে মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগ বিধি ২০১৬ এর আলোকে উচ্চশিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্থার পরিষদের ডাকে ৩০/৯/২০২৪ ইং তারিখে প্রতীকী কর্ম বিরতি লাল ব্যাজ ধারণ করেছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নার্স ও মিডওয়াইফারিদের এক দফা এক দাবি নিয়ে কর্ম বিরতি পালন করেন।এসময় নার্সও মিডওয়াইফারিগন বলেন আমাদের সরকারের নিকট এক দফা এক দাবি নিয়ে সাড়া দেশ ব্যাপী আন্দোলনের ডাকে কর্ম বিরতি সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত পালন করেছি। তবে আমাদের কর্তৃপক্ষরা এক দফা এক দাবি মেনে নিলে তৎক্ষনিক কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলেছেন সংশ্লিষ্ট নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তাগণ জনান। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার, পুষ্প রাণী, সিনিয়র স্টাফ নার্স আয়েশা আক্তার, ভিক্টোরিয়া মারাক,হামিদা আক্তার, হালিমা আক্তার,লুবনা বেগম,রিহা সাবরিন, সাহিদা বেগম, রেমি বেগম, মেরিনা পারভিন, নাজমা বেগম, লিপি আক্তার, ইতি আক্তার,শিরিনা আক্তার, রোকশানা আক্তার, মুন্না চৌধুরী, পিংকি রানী দাস, ইসরাত জাহান নোভা সহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন