প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর পৌর কাউরিয়া পারায় ফুফাতো ভাইকে হত্যা

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রকাশ্য দিবালোকে হানিফ (২৪) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১/১০/২৪ ইং মঙ্গলবার বেলা আড়াই টার দিকে নরসিংদীর শহরের কাউরিয়া পাড়া ঈদগাঁ গেইটের সামনে এ ঘটনা ঘটে।  নিহত যুবক শহরের চৌয়ালা এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে।  স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে নিহত হানিফ কাউরিয়া পাড়ার ঈদগাঁ সামনে এসে পৌঁচ্ছালে আগে থেকে উৎপেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম শত শত লোকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ,কোনো প্রকার বাঁধা ছাড়াই বীরদর্পে পালিয়ে যায়। হত্যার সাথে সম্পৃক্ত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর সন্তান বলে জানা যায়। গত তিন মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে হত্যা করেছিল বলে জানা যায়। ঘাতক নাঈম ও নাদিম নিহত হানিফের মামাতো ভাই। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।   ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ডিবি ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল এর মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন