প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পোরশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর পোরশায় সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস/ ২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় কন্যা শিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান স্যারের সভাপতিত্ব উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হুমায়েন কবীর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্রকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্রকর্তা, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা উপজেলা সমবায় কর্রকর্তা সহ শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলা সদরের শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন