প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আছহাবে ছুফফা মাদ্রাসার ছাত্রদের মিলনায়তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএম তরিকুল ইসলাম : আসসালামু আলাইকুম সম্মানিত সুধী গত ২৯ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ৬ ঘটিকায় সোনামুখির চর আছহাবে ছুফফা মাদ্রাসার ছাত্রদের প্রশ্ন উত্তর পর্ব এবং কুরআন শরীফ হাতে তুলে দেওয়া উপলক্ষে উলামায়ে কেরাম গনের মিলনায়তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলার কওমি মাদ্রাসার উলামায়েকেরামদের পথ প্রদর্শক মুফতী.রেজাউল করিম পির সাহেব উক্ত সভা পরিচালনা করেন মাও.মাও.তরিকুল ইসলাম মুঈনী উপস্থিত ছিলেন মুফতী.ইয়াছিন. মুফতী.ফাইজুর রহমান মাও.আবুল খায়ের মাও.আবেদুর রহমান সহ অসংখ্য উলামায়েকেরাম ও সাধারণ হাজি.কহিনুর শরীফ হাজি.আব্দুল কুদ্দুস মোহাম্মদ সোবহান শরীফ মোহাম্মদ আসাদুজ্জামান শরীফ মোহাম্মদ বিললাল শরীফ মোহাম্মদ আজগর আলি বয়াতি সহ-সাধারণ জনগণ সকলে মাদ্রাসার ও ছাত্র ছাত্রীদের সার্বিক মঙ্গল কামনা করেন। মাও: তরিকুল ইসলাম (মঈনী) প্রতিষ্ঠিতা পরিচালক অত্র মাদ্রাসা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন