প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিশিত রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পলাশবাড়ী শাখার আয়োজনে,চৌমাথায় মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা মুহাম্মাদ ইনামুল হাসান মুহতামিম দারুল উলুম মাদ্রাসা দূবলাগাড়ী, মাওলানা তাজুল ইসলাম সেক্রেটারি হেফাজতে ইসলাম বাংলাদেশ পলাশবাড়ি উপজেলা, মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ি উপজেলা, মুহাম্মাদ আবু তালেব মাষ্টার সাবেক ভাইস চেয়ারম্যান পলাশবাড়ি উপজেলা, মাওলানা শাহআলম ফয়েজী স্হানীয় নেতৃবৃন্দ । বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও অবমাননা ইসলামের বিরুদ্ধে কথা বলা, ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়ার মাধ্যমে শেষ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন