প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর পোরশায় নিতপুর ক্যাম্পে বিজিবি’র আয়োজনে জন সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁর পোরশায় নিতপুর ক্যাম্পের বিজিবি’র আয়োজনে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলী এর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধীক জনসাধারন উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন,বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। নওগাঁ ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন