প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কালিগঞ্জে ধলবাড়িয়া চার দলীয় ফুটবল টুর্নামেন্টে গান্ধুলিয়া যুব ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

এস এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি:  সাতক্ষীরা জেলার কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা আলোর পথিক ফাউন্ডেশন আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ধলবাড়িয়া হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনালে গান্ধুলিয়া যুব ফাউন্ডেশন ১-০ গোলের ব্যবধানে ধুলিয়াপুর যুব ফাউন্ডেশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা পরিচালনা করেন হাফেজ খায়রুল বাশার এবং সহকারী হিসেবে ছিলেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু ও সৈয়দ মোমেনুর রহমান। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন আলোর পথিক ফাউন্ডেশন এর সভাপতি এএসএম আশিক মাওলা, আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানূর রহমান, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, সাবেক ইউপি সদস্য শেখ রিয়াজুল ইসলাম, এড. সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আবু হাসান প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন