প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে ব্লাড ডোনেশন এ্যান্ড ভোলিউন্টারী অরগানাইজেশন এর স্বেচ্ছাসেবী সভা অনুষ্ঠিত

শিল্পী আক্তার,রংপুর : রংপুরে ব্লাড ডোনেশন এ্যান্ড ভোলিউন্টারী অরগানাইজেশন এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে নগরীর ধাপ সিটি চিকলী পার্কে সংগঠনের উপদেষ্টা রংপুর আইটি ব্যাবসায়ী মোঃ নুরে আলম সিদ্দিকী বাবুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রংপুরের বিশিষ্ট ঠিকাদার মোঃ মনোয়ারুল ইসলাম বিপুল, নীলফামারীর বিশিষ্ঠ ব্যাবসায়ী রোজা করিম রাসেল, রংপুরের সাংবাদিক ও সমাজকর্মী মোঃ মেহেদী হাসান মুন, প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট, আসাদুজ্জামান রংপুরী, আজাদুল ইসলাম রাজা, মোঃ শাকিল খন্দকার, লুৎফর রহমান লিওন, সংগঠনের সভাপতি মোঃ মাস্তাকিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন পারভেজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন