মোঃ নাছির উদ্দিনঃ
পূর্ব তারাখোঁ নিউ স্টার সোসাইটি কতৃক চিকিৎসার জন্য অর্থ অনুদান উপহার চট্টগ্রাম জেলা,ফটিকছড়ি উপজেলা,ভূজপুর থানার অন্তর্ভুক্ত,সামাজিক ও মানবিক সংগঠন পূর্ব তারাখোঁ নিউ স্টার সোসাইটি কতৃক মধ্যবিত্ত পরিবারের হাফেজ সন্তানের চিকিৎসার জন্য ৫০০০ টাকা অর্থ অনুদান ২৭/৯/২০২৪ ইং রোজ শুক্রবার উপহার সম্পন্ন। এতে উপস্থিত ছিলেন, পূর্ব তারাখোঁ নিউ স্টার সোসাইটি’র প্রধান উপদেষ্টা,মুহাম্মদ নাছির উদ্দীন সহ সাংগঠনিক সম্পাদক,তরিকুল ইসলাম তামিম প্রচার সম্পাদক,মোঃ মনির হোসেন, সহ অর্থ সম্পাদক,মোঃ রমজান প্রমুখ।