প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর :  দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । ২৯.০৯.২০২৪ তারিখ ( রবিবার ) বিকাল তিন ঘটিকায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আইডিপি) আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রুবেল ইসলাম, ইউপি সদস্য আজমুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ আন্জুমান আরা খাতুন, ইউপি সদস্য রিনা বেগম, মোঃ আলিমদ্দিন, মোঃ আবুবক্কর ছিদ্দিক,মোঃ আব্দুল ওয়াহেদ, মোছাঃ মনোয়ারা, নিজপাড়া ইউনিয়নের কাজী মঞ্জুরুল ইসলাম, জেজে এস এর নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, ওর্য়াল্ড ভিশন এনজিও প্রতিনিধি রতন রায় এছাড়াও ইমাম মুয়াজ্জিন শিক্ষক এনজিও প্রতিনিধি সাংবাদিক সহ বিভিন্ন স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন । সভায় বক্তাগন বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক ও ছেলেমেয়েদের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দেন। সেই সাথে আইনের সংস্কার সহ আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার জন্য প্রশাসনের কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন। বক্তাগন বলেন এলাকার গন্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, শিক্ষক,কাজী, ইমাম ,পুরোহিত সহ সকল স্টেকহোল্ডারগনকে সম্মিলিত ও আন্তরিকভাবে সচেতনতা বাড়াতে যথাযথ ভূমিকা রাখতে হবে। বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সমন্ধে জনগনকে সচেতন করতে হবে। বিভিন্ন এলাকায় ভূয়া কাজী বা সাব কাজী হিসেবে বিধিবর্হিভুত ভাবে কাজ করতেছে তাদের কে সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক ( আইডিপি ) ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন