প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি.সরকার ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরকার-র সঞ্চালনয় বক্তব্য রাখেন, সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন, থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা পূজা পরিষদ সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ডিজিএম সিদ্দিকুর রহমান, শিক্ষক সুকৃতি মোহন সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি.সরকার, মুরারী মোহন সরকার, কনক সরকার, কালিপদ বিশ্বাস, কৃষ্ণেন্দু দত্ত, দেবব্রত মন্ডল, বিদ্যুত বিশ্বাস, সভায় কেন্দ্রীয় পূজা পরিষদ ও জেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন