প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

আনোয়ার হোসেন,মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং শনিবার সকাল ৯ টার সময় বরটিয়া বাস স্ট্যান্ড থেকে একটি বড় বাস ও হায়েচ গাড়ি নিয়ে শিক্ষা সফরের যাত্রা শুরু হয় । বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া মোহাম্মাদিয়া গার্ডেন মহিষাসী ধামরাই ও জাতীয় স্মৃতিসৌধ সভার ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়া হয় । প্রথমে বালিয়াটি জমিদার বাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন জমিদারদের জমিদার নিদর্শন শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রীরা ঘুরে দেখেন । সকলের কাছে জায়গাটি অনেক ভালো লাগে । দ্বিতীয় গন্তব্য স্থল ছিল সাভার স্মৃতিসৌধে একে একে সকল শিক্ষক শিক্ষার্থীগণ গেট দিয়ে প্রবেশ করেন । স্মৃতিসৌধ সব এলাকা সকলে ঘুরে দেখেন এবং শহীদের সবাই স্মরণ করেন। পরে রেস্টুরেন্টে সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। সর্বশেষ উদ্দেশ্য হল মোহাম্মাদিয়া গার্ডেন মহিষাসী ধামরাই ঢাকা । সেখানে শিক্ষার্থীরা অনেক মজা করে সুইমিং পুলে গোসল করে, হরিণ ময়ূর অনেক অনেক রাইডে উঠেন । শিক্ষা সফর সন্ধ্যার আগেই শেষ করে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। শিক্ষার্থীরা বলেন শিক্ষার পাশাপাশি এরকম একটি শিক্ষা সফর আমাদেরকে অনেক আনন্দ উপভোগ করে অনেক কিছু বাস্তবে আমরা দেখতে পেরেছি ও শিক্ষা গ্রহণ করতে পেরেছি এজন্য আমরা আনন্দিত খুশি প্রতি বছর যেন এইরকম শিক্ষা সফর অব্যাহত রাখতে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের অনুরোধ করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন