তোফায়েল আহমেদ শিহাব
নারী-তুমি সূর্যের আলোর রশ্মি,
বৃষ্টির ফোঁটার মতো কোমল,
হৃদয়ের গভীরে একটি গল্প,
যেখানে সাহস আর প্রেমের জল।
তুমি যেমন মা, তেমনি সাথী,
শিল্পীর রঙে আঁকা স্বপ্ন,
অঙ্গনে তোমার পদচিহ্ন,
চলে আসে নতুন ইতিহাসের সুর।
বিবাগী চাঁদের নিচে,
তোমার হাসি ছড়ায় আলো,
জীবনের পথে তুমি যেমন,
প্যাঁচানো শত কষ্টের কালো।
নারী, তুমি জীবনের অর্ধেক,
সফলতা তোমার হাতে,
তোমার শক্তি,
তোমার গল্প,
বিশ্বকে তুমি গড়ে তোল,
সাহসী কথা।