প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ী দৌলত খানকে কুপিয়ে হত‌্যা

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর শিবপুরে ফিড ব‌্যবসায়ী দৌলত খান‌কে রা‌তের আধা‌ঁরে ‌নৃশংসভা‌বে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহিনী। ২৮/৯/২৪ ইং
শনিবার দিবাগত রাত ১ টায় নরসিংদী শিবপুর উপজেলার মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রামে এই হত‌্যার ঘটনা ঘ‌টেছে । পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, ঘাতক সন্ত্রাসী বাহিনী ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার অভিনয় করিতে থা‌কে এমন ভাবে যাতে দৌলতখান আঁচ করতে পারে, দৌলত খান চু‌রির ঘটনা আঁচ কর‌তে পে‌রে ঘর থে‌কে বের হন পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে। বা‌ড়ি থে‌কে প‌শ্চি‌মে ১০০ হাত দূ‌রে গে‌লেই পূর্বে থেকে উৎপেতে থাকা চু‌রির কৌশল অবলম্বন করা সন্ত্রাসীরা দৌলত খান‌কে উপর্যুপু‌রি ধারা‌লো দেশীয় অস্ত্র দি‌য়ে তা‌কে এলো পাতাড়ি কুপাতে থা‌কে। পো‌ল্টি ফা‌র্মের কর্মচা‌রিরা দৌ‌ড়ে চিৎকার কর‌তে থাকলে আশ-পা‌শের লোকজন আসার আগেই সন্ত্রাসীরা মৃত্যুর নিশ্চিত করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। নরসিংদীর শিবপুর কিশোর গ্যাং ব্যাপক বৃদ্ধি পেয়েছে, চাঁদাবাজি, চুরি ,ডাকাতি, খুন শিবপুরবাসীর নিত্যদিনের সঙ্গীর মত চলমান রয়েছে। এদের পিছনে হয়তো রয়েছে বিশাল ক্ষমতাধর একাধিক ব্যক্তি, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত শিবপুরের জনসাধারণের কপালে দুঃখ ,যন্ত্রণা , চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন নিত্যদিনের সঙ্গী হিসাবে চলমান থাকবে। এ ব্যাপারে শিবপুরবাসী প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন