প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডিমলায় দুই পানি উন্নয়ন বোর্ডের ফুটবল খেলা অনুষ্ঠিত

খেলাধুলায় মনোনিবেশ,মাদকমুক্ত পরিবেশ, মাদককে নাবলি মাদকমুক্ত সমাজ গড়ি, চল সবাই ফুটবল খেলি,এই স্লোগানকে সামনে রেখে ৯অক্টোবর ২০২৩ইং নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড একাদশ বনাম নীলফামারী পানি উন্নয়ন বোর্ড একাদশ প্রিতি ম্যাচ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

নীলফামারী প্রিতি ফুটবল ম্যাচের অধিনায়ক নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রিতি ফুটবল ম্যাচের অধিনায়ক ডালিয়া নির্বাহী প্রকৌশলী। এতে দর্শকদের উপচে পরাভিড় লক্ষ করা যায়।

নীলফামারী নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ও ডালিয়া নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন। খেলাটি ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নীলফামারী ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি খেলাধুলায় ও চমক দেখিয়ে দিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন