প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পদ্মানদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ অক্টোবর বিকেলে হাবাসপুর ইউনিয়নের চরআফড়া ও শাহামীরপুর গ্রামের পাশে পদ্মানদীতে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নৌকা ভাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে পদ্মা নদীর পাড়ে হাজার হাজার জনতার ভিড় জমেছে।

মোঃ ওবায়দুল হক খান টিপুর সভাপতিত্বে ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ছাল্লেক বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন