প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল গ্রেফতার সাংবাদিক

মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি ছোট ভাই বাংলাদেশ কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুলকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট থেকে তাকে আটক করা হয়। মামলার অভিযোগ সুত্রে জানাযায়, পলাশবাড়ীর উপজেলার বরিশাল ইউনিয়ানের রামপুর গ্রামের মন্টুর ছেলে সবুজ মিয়া তার ছোট ভাই রানা কে বরিশাল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২৬ তারিখ বৃহস্পতিবার স্খানীয়রা পাপুলকে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে পাপুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাশবাড়ী ওসি কে এম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন