প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

পচারিয়া হাইস্কুলের নৈশ প্রহরী কে আহতের ঘটনায় প্রধান শিক্ষকের থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী দুলু মিয়াকে রাতে ডিউটিরত অবস্থায় স্কুলের কক্ষেই হামলা করে গুরুতর মাথায় আঘাত ও মুখমন্ডলে আঘাত করে কয়েকটি দাঁত ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। জানা গেছে, ২২ সেপ্টেম্বর যথারীতি দায়িত্ব পালনের জন্য নৈশ প্রহরী দুলু মিয়া স্কুলের কক্ষে ভোর বেলার সময় শুয়ে থাকা অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় তার উপর আক্রমণ করেছে বলে ধারনা করছে স্থানীয়রা । তার বিছানা, বালিশ রক্তমাখা ছিল ও ঘটনা স্থলে দাঁত পড়ে ছিল। তার ভাই শহিদুল ইসলাম বলেন সকালে আমি স্কুলের মাঠে এসে ভাইকে আহত অবস্থায় দেখতে পাই পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক ( হাসপাতালে) পাঠানো হয়। কিছু দিন যাবৎ বিদ্যালয়ের শিক্ষক দের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনোমালিন্য ও দ্বন্দ চলে আসায় স্থানীয় দের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল, এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগও হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমানা বেগমের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে বিষয় টি শুনে তৎক্ষনাৎ সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসে তার পরামর্শ মোতাবেক গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাত দের আসামি করে একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন