প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিক্ষার মান উন্নত ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জে রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে শিক্ষক, ম্যানেজিং কমিটি,অভিভাবক, প্রান্তন ছাত্র,ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অছিউদ্দিন মোল্যা, জিন্নত আলী, হাজী মানিক আলী, এডভোকেট কবির হোসেন,মোশারফ মোল্যা, সোনা মিয়া,মোরশেদ মেম্বার, সাইফুল ইসলাম,দেলোয়ার হোসেন,আব্দুল আলী,মনির হোসেন, ফারুক,ইকবাল হোসেন প্রমুখ। এসময় অভিভাবক,শিক্ষক মিটির সদস্যরা,শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন