প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেয়ারম্যান ময়নার আর্থিক সহায়তা প্রদান

রাজশাহীর তানোরে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্থ অসহায় দুঃস্থ মানুষের মাঝে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ (১০ অক্টোবর) তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তার নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন তিনি।

রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান ময়না।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন