প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ইলিশের দাম চড়া

 মোঃ কেরামত আলী
ইলিশ হয় আমাদের দেশে চাষ করা লাগে না।
দরটা কেন আকাশ ছোঁয়া হাতের নাগালে থাকবে না।
আমাদের দেশের ইলিশ আমরাই খেতে পারছি না।
মামার দেশের আবদার মিঠাই ইলিশ দিয়ে সম্পর্ক টিকাই।
ইলিশ করি না আমদানি কি কারণে হবে দাম ভারি?
ইলিশের দাম অনেক বেশি কিনে খাওয়ার সাধ্য নাই।
কথা ছিল আমরা খাব পরে হবে রপ্তানি।
আমরাই খেতে পারি না!
তার আগে কেনো রপ্তানি?
ইলিশ হলো মাছের রাজা ইলিশ খেতে পাইনা মোরা।
হাজার দুয়েক টাকা ইলিশ এমন ইলিশ চাইনা মোরা।
ইলিশের বাজারে হচ্ছে নানান রকম দুর্নীতি।
এমন হতে আর দেবো না শোনরে দালাল হারামি।
ইলিশ হলো আমাদের দেশের ইলিশ খাবে দেশের মানুষ।
ইলিশ রবে আমাদের দেশের সাধারণত মানুষের দখলে।
ইলিশ খাবো ইলিশ পাবো দেশের মানুষ সকলে।
ইলিশ রপ্তানি কররো তবে আমরা খেয়ে থাকলে পরে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন