প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে বিলকুমারী বিল থেকে একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :

রাজশাহীর তানোরে শিবনদীর বিলকুমারী বিল থেকে ভাসমান ক্ষতবিক্ষত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। তার নাম মো. সেতাবুর। বয়স ৪৭ বছর। তিনি রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার আতা নারায়নপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ময়েজ।জানা গেছে, খবর পেয়ে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তানোর বিলকুমারী বিলের ধানতৈড় গ্রামের নিচে বন্যার পানি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই লাশের পরনে ছিল লুঙ্গি। গায়ে কোন কিছু ছিলো না।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, তানোর শিবনদীর বিলকুমারী বিল থেকে ক্ষতবিক্ষত ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বুধবার রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন