প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কয়রা উপজেলায় এমএইচভি দের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুমাইয়া সুলতানা , (কয়রা) খুলনাঃ খুলনার কয়রা উপজেলায় মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার (এমএইচভি) দের উপজেলা পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কয়রা উপজেলা কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারদের (এমএইচভি) সভাপতি মো.মাসুম বিল্লাহ এর নেতৃত্বে সোমবার স্থান খান সাহেব কোমরউদ্দীন মডেল কলেজে আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার (এম এইচ ভি)দের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ জিয়াউর রহমান আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলার কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারদের (এমএইচভি) সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক,সা.সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান কবির, সহ প্রচার সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ এসময় কমিটির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এম এইচ ভি কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, সহ আরও অনেকে এসময় কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এমএইচভি) কয়রা শাখার সভাপতি নির্বাচিত হয় মো: মাসুম বিল্লাহ,সহ-সভাপতি (পুরুষ) মোঃ আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি (মহিলা) তাজরিমা, সহ-সভাপতি আজগর আলী,সহ-সভাপতি সুপ্রিয়া অধিকারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা)লক্ষী মাঝী , যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান কবির, কোষাধ্যক্ষ মরিয়ম খাতুন , প্রচার সম্পাদক ফাতেমা খাতুন , সহ -প্রচার সম্পাদক মোঃ আরাফাত হোসেন , দপ্তর সম্পাদক মমতাজ, সহ- দপ্তর সম্পাদক শচীমাতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুর্শিদা, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিক্তা, পত্রিকা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, সহ-পত্রিকা বিষয়ক সম্পাদক আম্বিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অলি রানী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কঙ্কন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোনিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমা খাতুন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন