প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আলমগীর নামে এক জনের জনের মৃত্যু

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নিতপুর টু ঢাকা গামী বাসের চাপায় পোরশা ব্রাক অফিসের সামনে একজন বাইক চালকের মৃত্যু হয়েছে। সূত্র জানায়, মঙ্গবার দিবাগত রাত ০৮:৩০ মিনিট ঢাকা কোচের সাথে সারাইগাছি থেকে নিতপুরগামী এক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়। মৃত ব্যক্তি সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের ফুলচানের ছেলে মোঃ আলমগীর। সংঘর্ষ হলে বাইক চালকের মাথা থেতলে যায় এবং সেখানেই মারা যান। বর্তমান তিনি কালাই বাড়ি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন সেখানে স্বর্ণকারের ব্যবসা করতেন। এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইন চার্জের কাছে জানতে চাইলে এর সত্যতা স্বীকার করেন। নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন