প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কনা আক্তার স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষনের অভিযোগ উঠেছে মাহাবুর রহমান (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত মাহাবুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কাইম চরিতাবাড়ী গ্রামের মোনছুর আলীর ছেলে। তারা একসাথে চালা বাজার এলাকায় জনৈক সিরাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকায় বাড়ি হওয়ায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিজের বৈবাহিক সম্পর্কের কথা গোপন রেখে ভুক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান মাহবুব। গত তিন মাস যাবৎ তারা স্বামী স্ত্রী পরিচয় একই বাসায় বসবাস করছিলেন। একাধিকবার তাকে বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় মাহবুব। পরে হঠাৎ করে বাসা থেকে চলে যায় সে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বিয়ে করতে অশ্বীকৃতি জানিয়ে ভয় ভিতী প্রদর্শন করে। একপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় সে পূর্ব থেকে বিবাহিত ছিল। নিরুপায় হয়ে থানার শরণাপন্ন হন ভুক্তভোগী নারী। আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন