প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ফরিদগঞ্জে সাংবাদিক ইমাম হোসেন’র মোটর সাইকেল চুরি ॥ থানায় অভিযোগ

 কে.এম. হাছান: চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাব’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সহ সম্পাদক মো.ইমাম হোসেন সৌরব’র মোটর সাইকেল চুরি হয়ে যায়। ইমাম হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার খেজুর তলার বাসা থেকে মোটর সাইকেলটি নিয়ে যায়। সবাই যখন জুমার নামাজ পড়তে মসজিদে, ঠিক তখনই বাসায় ডুকে বাইকটি নিয়ে যায়। ইমাম হোসেন তখন স্বপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। তার দোকানের কর্মচারি গোসল করে এসে দেখে মোটর সাইকেলটি নেই। বিষয়টি ইমাম হোসেন তার দোকানের কর্মচারির মাধ্যমে জানেন। ঢাকা থেকে এসে ২৪ সেপ্টেম্বর তিনি ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার এসডিআর নং ১৫৩৩। সাংবাদিক ইমাম হোসেনের মোটর সাইকেলটি ছিলো হিরো হোন্ডা, ১০০ সিসি, রং লাল, রেজি.নং ঢাকা মেট্রো- হ-৪১-৫২৫৪।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন