প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদগঞ্জে সাংবাদিক ইমাম হোসেন’র মোটর সাইকেল চুরি ॥ থানায় অভিযোগ

 কে.এম. হাছান: চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাব’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সহ সম্পাদক মো.ইমাম হোসেন সৌরব’র মোটর সাইকেল চুরি হয়ে যায়। ইমাম হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার খেজুর তলার বাসা থেকে মোটর সাইকেলটি নিয়ে যায়। সবাই যখন জুমার নামাজ পড়তে মসজিদে, ঠিক তখনই বাসায় ডুকে বাইকটি নিয়ে যায়। ইমাম হোসেন তখন স্বপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। তার দোকানের কর্মচারি গোসল করে এসে দেখে মোটর সাইকেলটি নেই। বিষয়টি ইমাম হোসেন তার দোকানের কর্মচারির মাধ্যমে জানেন। ঢাকা থেকে এসে ২৪ সেপ্টেম্বর তিনি ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার এসডিআর নং ১৫৩৩। সাংবাদিক ইমাম হোসেনের মোটর সাইকেলটি ছিলো হিরো হোন্ডা, ১০০ সিসি, রং লাল, রেজি.নং ঢাকা মেট্রো- হ-৪১-৫২৫৪।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন