প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জে স্কাউটের ১ হাজার তালের বীজ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধা,প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটের আয়োজনে ১ হাজার তালের বীজ রোপণ কর্মসূচির আওতায় নাকাই হাট আঞ্চলিক সড়কে তালের বীজ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসাবে তাল বীজ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ জাফরিন জাহেদ জিতি। গোবিন্দগঞ্জ রোভার স্কাউটের সহ-সভাপতি আইয়ুব হোসেনের সভাপত্বিতে গাইবান্ধা জেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা, লিডার ট্রেইনার ও গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের সভাপতি নকুল চন্দ্র রায়, উপজেলা স্কাউটের সম্পাদক শাজাহান আলী সাজু, স্কাউট সম্পাদক মোকাম্মেল হক, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদল ইসলাম, সহ সম্পাদক জান্নাতুল ইফরাত রক্সি, কোষাধক্ষ্য ফয়সাল হোসেন আদিত্য, এক্সটেনশন অব গার্লস ইন স্কাউট ফেরদাসী সাথী, মুক্ত স্কাউট দলের সিনিয়র উপ দলনেতা মেহেদী হাসান মিঠু,পিতম বিশ্বাস ও সহকারী উপ দলনেতা বাইতুল্লাহ বিন বাধন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, অপরিকল্পিতভাবে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পাশাপাশি, হারিয়ে যাচ্ছে পাখিদের আবাসস্থলও। তাই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে এবং পাখিদের আবাসস্থল রক্ষা করতে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা জরুরি। উল্লেখ্য, তাল বীজ রোপণ কার্যক্রমে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো -গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দল, গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট দল, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন